অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে কোচ হিসেবে পেতে সবকিছু করতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দায়িত্ব নেওয়ার আগে একের পর এক শর্ত দিচ্ছেন ওয়াটসন, বিনা প্রতিবাদে সবই মেনে নিচ্ছে তারা।
সব কিছু দিয়েও যদি তাঁকে পাওয়া যায় প্রধান কোচ হিসেবে, তাতেই খুশি পিসিবি। তবু নাকি ওয়াটসনকে দায়িত্ব নিতে রাজি করানো যাচ্ছে না।
২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়া ওয়াটসনকে নিয়ে আগ্রহ বাড়ছে সবার। এ মৌসুমে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের দায়িত্ব নিয়েছেন তিনি। পাঁচ বছরে এই প্রথম প্লে-অফ খেলার পথে আছে কোয়েটা। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ওয়াটসনকে দায়িত্ব নিতে রাজি করতে মাসে ৪ কোটি ৬০ লাখ রুপি বা ২০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে।
যদি ওয়াটসন চুক্তিতে রাজি হন, তবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভোগী কোচ হবেন তিনি।
তবে কাছের কিছু সূত্র জানাচ্ছে, এমন প্রস্তাবেও রাজি হবেন না ওয়াটসন। মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, আইপিএলে ও আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় ধারাভাষ্যের কাজ নিয়ে ব্যস্ত থাকেন ওয়াটসন। আর তাঁর পরিবার অস্ট্রেলিয়ায় থাকায় পাকিস্তানে দীর্ঘমেয়াদে থাকা কঠিন ওয়াটসনের জন্য।
এছাড়া পাকিস্তান বোর্ডের চলমান অস্থিতিশীলতাও ওয়াটসনের অনাগ্রহের কারণ। কদিন পর বোর্ডের শীর্ষ শীর্ষপদে রদবদল হচ্ছে পাকিস্তানে। তবে পিসিবি হাল ছাড়ছে না। কোয়েটার ডাগআউটে তাঁর কাজ দেখে এতটাই মুগ্ধ সংশ্লিষ্টরা। বোর্ডের চেষ্টা সফল হবে কিনা, সেটা আগামী কয়েকদিনেই জানা যাবে।
আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তানের। এরপর আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা ঝিমুনি চলবে। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই খুব দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় পাকিস্তান।