গুরুতর আহত মমতা ব্যানার্জি
- আপডেট সময় : ১০:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত হয়েছেন। তিনি তার কপালে বড় আঘাত পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছে।
তারা এক্সে মমতার তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তার কপালে বড় ধরনের জখম। আর সেখান থেকে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়েছে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানায়নি তার দল। এছাড়া পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।
এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।”
অবশ্য পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসএসকেএম হাসপাতালের বরাতে জানায়, ৬৯ বছর বয়সী মমতা তার বাড়ির ভেতর পা পিছলে একটি ফার্নিচারের ওপর পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতার বাল্লেগঞ্জ থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে সেখানে ছুটে যান তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন। পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবীও। তিনিই মূলত বাড়িতে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করে মুখ্যমন্ত্রীর চোট কতটা গুরুতর, তা বোঝার চেষ্টা করছেন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কর্ডিওলজি, চেস্ট ও মেডিসিন-সহ দশ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার খবর পেয়ে বিরোধী নেতৃত্বও উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সোশাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।