পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত: পুতিন
- আপডেট সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। বুধবার আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমেরিকার ইউক্রেনে সেনা পাঠানোকে বড় ধরনের হস্তক্ষেপ হিসেবে দেখা হবে। রাশিয়ার স্বাধীনতা হুমকির মুখে পড়লে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দেন।
এ সময় ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের প্রসঙ্গে পুতিন জানান, তারা এমনটা করবে বলে মনে করেন না তিনি। তবে রাশিয়া সামরিক-প্রযুক্তিগত দিক থেকে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
পুতিন বলেন, ‘আমেরকিা বুঝতে পেরেছে, যদি তারা রুশ ভূখণ্ডে বা ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে তাহলে রাশিয়া একে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। রাশিয়া-আমেরিকা সম্পর্ক ও কৌশলগত সংবরণের ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ আছে আমেরিকায়। তাই আমি মনে করি না, পারমাণবিক সংঘাতের দিকে ধেয়ে যাচ্ছে। তবে আমরা সামরিক-প্রযুক্তিগত দিক থেকে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত।’
ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও, ইউক্রেনে পরমাণু অস্ত্র মোতায়েনের প্রয়োজন নেই বলেও জানান পুতিন। ইউক্রেন নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও আমেরিকা বলে আসছে, ইউক্রেন নিয়ে আন্তরিক আলোচনায় প্রস্তুত নন পুতিন।
পশ্চিমা নেতারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিলেও ২ বছরের বেশি পেরিয়ে গেছে। এরই মধ্যে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড চলে গেছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।
রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন। এবার নির্বাচিত হলে, আরও ৬ বছর ক্ষমতায় থাকবেন পুতিন। তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত বলছে বার্তা সংস্থা রয়টার্স।