গাজায় ত্রাণ নিতে এসে গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
আবারও গাজা শহরে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর বন্দুক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় ছয়জন নিহত এবং কমপক্ষে ৮৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ রাফাহ শহরের একটি জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে এসে ইসরাইল বাহিনীর হামলায় জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদস্যসহ ৫ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন অন্তত ২২ জন। গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ তাদের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছ।
বুধবার (১৩ই মার্চ) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, বিভিন্ন সাহায্য কেন্দ্রে হামলার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা ইসরাইলের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় গাজায় নিয়োজিত মানবিক সাহায্যদানকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে ইসরাইলের দাবি, তারা সংক্ষিপ্ত হামলা চালিয়ে হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য।