ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে কোন দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৪০৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্রয়ের একটা দিক বলছে, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি আর বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে কোনো একটি দল এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে।

আর অন্যদিকটা কী বলছে? ফাইনালে ওঠার লড়াইয়ে সে দিকে লড়াইয়ে থাকা দলগুলোর নাম দেখলেই যা বোঝার বুঝে যাবেন – রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি।

এভাবে দেখলে মনে হতে পারে, রেয়াল মাদ্রিদের দিকটাই বেশি কঠিন, বার্সার দিকটা সে তুলনায় সহজই পড়েছে। তবে সে তো ফাইনাল পর্যন্ত পথটা পুরোটার হিসাব। ফাইনালের আগে তো সেমিফাইনাল, তাঁর আগে কোয়ার্টার ফাইনাল পেরোতে হবে। সুইজারল্যান্ডের নিয়নে আজ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-এর লাইনআপ দেখলে মনে হবে, বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, ম্যান সিটি, আর্সেনাল – কেউই শান্তিতে নেই! এক আতলেতিকো মাদ্রিদ আর ডর্টমুন্ডের লড়াই ছাড়া কোয়ার্টার ফাইনালের বাকি তিন লড়াই-ই যে মসলাদার!

হবে না-ইবা কেন! কোয়ার্টার ফাইনালের লড়াইগুলোই দেখুন, প্রতিটিই একেক দলের জন্য দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে হাজির হবে!

প্রথম কোয়ার্টার ফাইনালে আর্সেনাল মুখোমুখি বায়ার্ন মিউনিখের। এবারের আগে সর্বশেষ যেবার আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলেছিল, সেই ২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলোতে এই বায়ার্নের কাছেই হেরে বাদ পড়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। হারের চেয়েও বড় দুঃস্বপ্ন হয়ে আছে হারের ব্যবধানটা – দুই লেগেই ৫-১ গোলে হেরেছিল আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ফল ১০-২!

বার্সেলোনার জন্যও তো দুঃস্বপ্নটা একই! এবারের আগে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে নকআউট পর্বে খেলেছিল বার্সা, সেবার শেষ ষোলোতে মেসির বার্সাকে বিদায় করে দিয়েছিল কিলিয়ান এমবাপ্পের পিএসজি। এর মধ্যে বার্সার মাঠে প্রথম লেগেই এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজি জিতেছিল ৪-১ গোলে! মেসি আর বার্সায় নেই, তবে এমবাপ্পে পিএসজিতেই এবার শেষ মৌসুমটা কাটাচ্ছেন। নিজেদেরই সাবেক কোচ লুইস এনরিকের অধীন পিএসজির সামনে ধুঁকতে থাকা বার্সা এবার কী করবে, তা-ই দেখার।

রেয়াল মাদ্রিদের জন্য ড্রটা একদিক থেকে দুঃস্বপ্নের, একদিক থেকে সুন্দর স্বপ্ন! কোনভাবে দেখবেন, সেটি নির্ভর করছে রেয়াল মাদ্রিদের কোন সমর্থক অতীতের কোন অংশটাকে মনে রাখতে চাইবেন তার ওপর। গত মৌসুমে সেমিফাইনালে পেপ গার্দিওলার ম্যান সিটিই গুঁড়িয়ে দিয়েছিল রেয়াল মাদ্রিদকে, দ্বিতীয় লেগে মাদ্রিদে গিয়ে জিতেছে ৪-০ গোলে! কিন্তু তার আগের মৌসুমে এই রেয়াল মাদ্রিদই শেষ মুহূর্তের ঝলকে গুঁড়িয়ে দিয়েছিল সিটির স্বপ্ন। দ্বিতীয় লেগে ৮৯তম মিনিটেও দুই লেগ মিলিয়ে সম্মিলিত ফলে ৫-৩ গোলে এগিয়ে ছিল মাদ্রিদ, কিন্তু সান্তিয়াগো বের্নাব্যুতে সেদিন ৯০ ও ৯১তম মিনিটে দুই গোলে রদ্রিগো গুঁড়িয়ে দেন সিটিকে। অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে ফাইনালে উঠে যায় মাদ্রিদই!

বাকি ছয় দলের লড়াই দেখার পর আতলেতিকো মাদ্রিদের মনে হতে পারে, তারাই একমাত্র নির্ঝঞ্ঝাটে কোয়ার্টার ফাইনালে খেলবে। দুই প্রতিপক্ষ যখন আতলেতিকো আর ডর্টমুন্ড, সে লড়াইয়ে মসলা আর কী থাকে!

ড্রয়ে কারা কাকে পেল:
কো. ফা. -১: আর্সেনাল – বায়ার্ন মিউনিখ
কো. ফা. -২: আতলেতিকো মাদ্রিদ – বরুসিয়া ডর্টমুন্ড
কো. ফা. -৩: রেয়াল মাদ্রিদ – ম্যানচেস্টার সিটি

কো. ফা. -৪: পিএসজি – বার্সেলোনা
১ম সে. ফা.: কোয়ার্টার ফাইনাল ২ ও ৪-এ জয়ী দুই দল
২য় সে. ফা.: কোয়ার্টার ফাইনাল ১ ও ৩-এ জয়ী দুই দল

কবে ম্যাচগুলো:
কোয়ার্টার ফাইনাল
প্রথম লেগ: ৯-১০ এপ্রিল
দ্বিতীয় লেগ: ১৬-১৭ এপ্রিল

সেমিফাইনাল:
প্রথম লেগ: ৩০ এপ্রিল-১ মে
দ্বিতীয় লেগ: ৭-৮ মে

ফাইনাল: ১ জুন, ওয়েম্বলি

নিউজটি শেয়ার করুন

এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে কোন দল

আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

ড্রয়ের একটা দিক বলছে, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি আর বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে কোনো একটি দল এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলবে।

আর অন্যদিকটা কী বলছে? ফাইনালে ওঠার লড়াইয়ে সে দিকে লড়াইয়ে থাকা দলগুলোর নাম দেখলেই যা বোঝার বুঝে যাবেন – রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি।

এভাবে দেখলে মনে হতে পারে, রেয়াল মাদ্রিদের দিকটাই বেশি কঠিন, বার্সার দিকটা সে তুলনায় সহজই পড়েছে। তবে সে তো ফাইনাল পর্যন্ত পথটা পুরোটার হিসাব। ফাইনালের আগে তো সেমিফাইনাল, তাঁর আগে কোয়ার্টার ফাইনাল পেরোতে হবে। সুইজারল্যান্ডের নিয়নে আজ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-এর লাইনআপ দেখলে মনে হবে, বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, ম্যান সিটি, আর্সেনাল – কেউই শান্তিতে নেই! এক আতলেতিকো মাদ্রিদ আর ডর্টমুন্ডের লড়াই ছাড়া কোয়ার্টার ফাইনালের বাকি তিন লড়াই-ই যে মসলাদার!

হবে না-ইবা কেন! কোয়ার্টার ফাইনালের লড়াইগুলোই দেখুন, প্রতিটিই একেক দলের জন্য দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে হাজির হবে!

প্রথম কোয়ার্টার ফাইনালে আর্সেনাল মুখোমুখি বায়ার্ন মিউনিখের। এবারের আগে সর্বশেষ যেবার আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলেছিল, সেই ২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলোতে এই বায়ার্নের কাছেই হেরে বাদ পড়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। হারের চেয়েও বড় দুঃস্বপ্ন হয়ে আছে হারের ব্যবধানটা – দুই লেগেই ৫-১ গোলে হেরেছিল আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ফল ১০-২!

বার্সেলোনার জন্যও তো দুঃস্বপ্নটা একই! এবারের আগে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে নকআউট পর্বে খেলেছিল বার্সা, সেবার শেষ ষোলোতে মেসির বার্সাকে বিদায় করে দিয়েছিল কিলিয়ান এমবাপ্পের পিএসজি। এর মধ্যে বার্সার মাঠে প্রথম লেগেই এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজি জিতেছিল ৪-১ গোলে! মেসি আর বার্সায় নেই, তবে এমবাপ্পে পিএসজিতেই এবার শেষ মৌসুমটা কাটাচ্ছেন। নিজেদেরই সাবেক কোচ লুইস এনরিকের অধীন পিএসজির সামনে ধুঁকতে থাকা বার্সা এবার কী করবে, তা-ই দেখার।

রেয়াল মাদ্রিদের জন্য ড্রটা একদিক থেকে দুঃস্বপ্নের, একদিক থেকে সুন্দর স্বপ্ন! কোনভাবে দেখবেন, সেটি নির্ভর করছে রেয়াল মাদ্রিদের কোন সমর্থক অতীতের কোন অংশটাকে মনে রাখতে চাইবেন তার ওপর। গত মৌসুমে সেমিফাইনালে পেপ গার্দিওলার ম্যান সিটিই গুঁড়িয়ে দিয়েছিল রেয়াল মাদ্রিদকে, দ্বিতীয় লেগে মাদ্রিদে গিয়ে জিতেছে ৪-০ গোলে! কিন্তু তার আগের মৌসুমে এই রেয়াল মাদ্রিদই শেষ মুহূর্তের ঝলকে গুঁড়িয়ে দিয়েছিল সিটির স্বপ্ন। দ্বিতীয় লেগে ৮৯তম মিনিটেও দুই লেগ মিলিয়ে সম্মিলিত ফলে ৫-৩ গোলে এগিয়ে ছিল মাদ্রিদ, কিন্তু সান্তিয়াগো বের্নাব্যুতে সেদিন ৯০ ও ৯১তম মিনিটে দুই গোলে রদ্রিগো গুঁড়িয়ে দেন সিটিকে। অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে ফাইনালে উঠে যায় মাদ্রিদই!

বাকি ছয় দলের লড়াই দেখার পর আতলেতিকো মাদ্রিদের মনে হতে পারে, তারাই একমাত্র নির্ঝঞ্ঝাটে কোয়ার্টার ফাইনালে খেলবে। দুই প্রতিপক্ষ যখন আতলেতিকো আর ডর্টমুন্ড, সে লড়াইয়ে মসলা আর কী থাকে!

ড্রয়ে কারা কাকে পেল:
কো. ফা. -১: আর্সেনাল – বায়ার্ন মিউনিখ
কো. ফা. -২: আতলেতিকো মাদ্রিদ – বরুসিয়া ডর্টমুন্ড
কো. ফা. -৩: রেয়াল মাদ্রিদ – ম্যানচেস্টার সিটি

কো. ফা. -৪: পিএসজি – বার্সেলোনা
১ম সে. ফা.: কোয়ার্টার ফাইনাল ২ ও ৪-এ জয়ী দুই দল
২য় সে. ফা.: কোয়ার্টার ফাইনাল ১ ও ৩-এ জয়ী দুই দল

কবে ম্যাচগুলো:
কোয়ার্টার ফাইনাল
প্রথম লেগ: ৯-১০ এপ্রিল
দ্বিতীয় লেগ: ১৬-১৭ এপ্রিল

সেমিফাইনাল:
প্রথম লেগ: ৩০ এপ্রিল-১ মে
দ্বিতীয় লেগ: ৭-৮ মে

ফাইনাল: ১ জুন, ওয়েম্বলি