ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে’

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সরকার দ্রুততম সময়ে তাদের উদ্ধারে কাজ করছে।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্র‍য়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মেরিটাইম সেক্টরের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকেও নিয়মিত খোঁজ রাখছেন তারা। যেহেতু জাহাজটিতে যোগাযোগ করার সুযোগ সীমিত, তাই একটু সময় লাগছে। পাশাপাশি একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ যেহেতু আগে জলদস্যুর কবলে পড়েছিল, সেক্ষেত্রে প্রায় তিনমাস সময় লেগেছে। এই বিষয়টিও ভাবা হচ্ছে।

মিয়ানমারে বিশৃঙ্খলার কারণে আবারো ১৪৯ জন বিজিপি সৈন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ইতঃপূর্বেও মিয়ানমারের এ ধরনের কিছু নাগরিক আমাদের দেশে এসেছিল। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদেরকে যেভাবে ফেরত পাঠিয়েছি। এবারও তাদের একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

‘এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে’

আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সরকার দ্রুততম সময়ে তাদের উদ্ধারে কাজ করছে।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্র‍য়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মেরিটাইম সেক্টরের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকেও নিয়মিত খোঁজ রাখছেন তারা। যেহেতু জাহাজটিতে যোগাযোগ করার সুযোগ সীমিত, তাই একটু সময় লাগছে। পাশাপাশি একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ যেহেতু আগে জলদস্যুর কবলে পড়েছিল, সেক্ষেত্রে প্রায় তিনমাস সময় লেগেছে। এই বিষয়টিও ভাবা হচ্ছে।

মিয়ানমারে বিশৃঙ্খলার কারণে আবারো ১৪৯ জন বিজিপি সৈন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ইতঃপূর্বেও মিয়ানমারের এ ধরনের কিছু নাগরিক আমাদের দেশে এসেছিল। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদেরকে যেভাবে ফেরত পাঠিয়েছি। এবারও তাদের একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী।