ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোলাম আরিফ টিপুর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক। বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর দেহ। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি।

নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

পরে মরদেহ নেয়া হয় বেইলি রোডের বাসায়। সেখানে বাদ জুমা প্রথম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার দীর্ঘ পথচলা ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মীরা।

শুক্রবার বিকালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পরিবার, স্বজন, সহকর্মী ও বিশিষ্টজনরা।

চাঁপাইনবাবগঞ্জের আফতাব উদ্দিন আহমদের ৯ সন্তানের মধ্যে দ্বিতীয় গোলাম আরিফ টিপু। আইজীবী হিসেবে দক্ষতার পরিচয় দেয়া গোলাম আরিফ টিপু ছিলোন রণাঙ্গনের যোদ্ধা ও ভাষা আন্দোলনের কর্মী। পেয়েছেন একুশে পদকও। সবশেষ সাহসিকতার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

গোলাম আরিফ টিপুর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক। বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর দেহ। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি।

নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

পরে মরদেহ নেয়া হয় বেইলি রোডের বাসায়। সেখানে বাদ জুমা প্রথম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার দীর্ঘ পথচলা ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মীরা।

শুক্রবার বিকালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পরিবার, স্বজন, সহকর্মী ও বিশিষ্টজনরা।

চাঁপাইনবাবগঞ্জের আফতাব উদ্দিন আহমদের ৯ সন্তানের মধ্যে দ্বিতীয় গোলাম আরিফ টিপু। আইজীবী হিসেবে দক্ষতার পরিচয় দেয়া গোলাম আরিফ টিপু ছিলোন রণাঙ্গনের যোদ্ধা ও ভাষা আন্দোলনের কর্মী। পেয়েছেন একুশে পদকও। সবশেষ সাহসিকতার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে পালন করেছেন।