পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার দায়ে তিন ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দুই প্রতিষ্ঠানও। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস।
পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা।
তবে, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে অনড় ইসরায়েল। ফেব্রুয়ারিতে নতুন করে ৩ হাজার ৩০০টি বাড়ি নির্মাণের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। সেইসাথে বাড়ছে, সহিংসতা।
গত মাসে পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আদেশে ফিলিস্তিনিদের আক্রমণ, ভয় দেখানো বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধ আরোপের বিধান রাখা হয়েছে।