লিটনকে বাদ দিয়ে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি
- আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। তাতে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হলো। এবার লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটন।
আজ শনিবার (১৬ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে লিটনকে বাদ দেওয়ার কথা স্পষ্টভাবে লেখা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে, যিনি মূলত নিচের দিকের ব্যাটার। স্কোয়াডে আর কোন বদল নেই।
দায়িত্ব নিয়েই প্রধান নির্বাচকের এমন সাহসী সিদ্ধান্তে খুশি সমর্থকরা। লিটনের বাদ পড়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এখানে, আপনারা হয়তো জানেন, দলের সঙ্গে আগে থেকেই এনামুল হক ও তানজিদ হাসান তামিম রয়েছে। সৌম্য সরকারও আছে, যারা ওপেন করতে পারে।’
লিপু আরও বলেন, ‘লিটন কুমারকে যখন বাদ দেওয়া হলো, তখন নতুন করে আর ওপেনার নেওয়ার প্রয়োজন বোধ করছি না। যারা রয়েছে, তাদের মধ্যে থেকে দুজন ওপেনারকে কোচ ও অধিনায়কের বেছে নিতে হবে। আমরা ডেফিনেটলি এই সিলেকশন প্রসেসে কোচ ও ক্যাপ্টেনের মতামত নিয়েছি।’
দলে জাকেরের সুযোগ পাওয়া প্রসঙ্গে লিপু বলেন, ‘আমরা দেখেছি যে, লিটনের পরিবর্তে যদি মিডলঅর্ডারে কাউকে যুক্ত করা যায়, কারণ মিডলঅর্ডারে একটি গ্যাপ আছে। সেখানে আমরা জাকের আলি অনিককে উপযুক্ত মনে করেছি। তিনি এর আগে টি-টোয়েন্টিতে খেলেছেন, রানও করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলছে, সেখানেও তিনি রান করছেন।’