সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ ভারতীয় নৌবাহিনীর
- আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইকারি জলদস্যুদের ব্যবহৃত একটি জাহাজের গতিরোধ করার দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। শনিবার (১৬ই মার্চ) তাদের এক মুখপাত্রের বরাত এ নিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ভারতীয় নৌবাহিনী ‘রুয়েন’ নামের মাল্টার পতাকাবাহী একটি জাহাজের গতিরোধ করে সেখান থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করেছে।
শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। এ সময় জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছিলো, সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করতে রুয়েন নামের জাহাজটি ব্যবহার করে থাকতে পারে জলদস্যুরা।
ভারতীয় নৌবাহিনীর দাবি, আন্তর্জাতিক জলসীমায় ছিনতাইকৃত জাহাজটি থামাতে গেলে যুদ্ধজাহাজ থেকে তাদের দিকে গুলি ছুঁড়ে জলদস্যুরা। এরপর আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও জলদস্যুতা প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী।
এদিকে ছিনতাইকৃত ওই মাল্টিজ জাহাজ ব্যবহার করেই গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমভি আবদুল্লাহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশি ২৩ নাবিক এখনও সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।