মিয়ানমার সেনাবাহিনীর এক সদর দপ্তর বিদ্রোহীদের দখলে
- আপডেট সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো জেলায় সেনা বাহিনীর সদর দপ্তর দখল কারার দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি- কেআইএ এবং তার সহযোগিরা। কেআইএ-এর মুখপাত্র কর্নেল নাও বু বলেছেন, মোমাউকের দাসাই গ্রামের কাছে অবস্থিত এই সদর দপ্তরটি দখল করা হয়েছে। গত সপ্তাহে ২০টিরও বেশি সামরিক ঘাঁটি তারা দখলে নিয়েছিলো। এই অভিযানে যুক্ত ছিলো কেআইএ, আরাকান আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠী।
পিডিএফ বলেছে, জান্তা সেনারা সদর দপ্তর হারনোর পর ভামো জেলার অন্যান্য ঘাঁটি থেকে লাইজা শহরের আশপাশে বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে। লাইজা শহরেই কেআইএ-এর সদর দপ্তর অবস্থিত। একজন পিডিএফ সদস্য জানিয়েছে, আমরা কমপক্ষে ৪০ জন সৈন্যকে হত্যা করেছি এবং ২০০ টিরও বেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছি।
কাচিন রাজ্যের পাকান্ত শহরে জান্তা বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি-কেআইএ। সাগাইং অঞ্চলেও বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ এর সঙ্গে একজোট হয়ে লড়াই করছে কেআইএ।
এদিকে, রাখাইন রাজ্যের প্রাচীন রাজধানী মরাউক-ইউ-তে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। শুক্রবার মরাউক-ইউ লোকালয়ে ৫টি বোমা ফেলেছে তারা। এ সময় এক তরুণী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক তরুণী।