ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ায় নির্বাচনের মধ্যেও ইউক্রেনে হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বন্দর নগর ওডেসা। এতে অন্তত ২০ জন নিহত ও আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত দুই বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছেন রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

ওদেসার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী ওদেশা শহরে বেসমারিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন জরুরি পরিষেবাকর্মী। এ হামলায় আহত হয়েছের ৭৩ জনেরও বেশি।

শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়েন রুশ সেনারা।

ওডেসার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র মেরিনা আভেরিনা বলেন, শুক্রবার একই দিনে দুবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রথম হামলার পর জরুরি পরিষেবাকর্মীরা যখন হতাহতদের উদ্ধার করতে যায়, তখন আবার হামলা করে রুশ বাহিনী। তখন ৮জন পরিষেবাকর্মী নিহত হন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন বলেন, দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন।

এদিকে পঞ্চম দফায় ক্ষমতায় বসতে যাচ্ছেন রুশ ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার দেশটিতে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটগ্রহণ চলবে আগামীকাল রোববার পর্যন্ত। ইউক্রেনের অধিকৃত অঞ্চলের বাসিন্দারাও এ ভোটে অংশ নিচ্ছেন। রাশিয়ার একটি স্বাধীন ভোট পর্যবেক্ষক গ্রুপ বলছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এবারই রুশ ইতিহাসের সবচেয়ে গোপন ভোট হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় নির্বাচনের মধ্যেও ইউক্রেনে হামলা, নিহত ২০

আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বন্দর নগর ওডেসা। এতে অন্তত ২০ জন নিহত ও আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত দুই বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছেন রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

ওদেসার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী ওদেশা শহরে বেসমারিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন জরুরি পরিষেবাকর্মী। এ হামলায় আহত হয়েছের ৭৩ জনেরও বেশি।

শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়েন রুশ সেনারা।

ওডেসার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র মেরিনা আভেরিনা বলেন, শুক্রবার একই দিনে দুবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রথম হামলার পর জরুরি পরিষেবাকর্মীরা যখন হতাহতদের উদ্ধার করতে যায়, তখন আবার হামলা করে রুশ বাহিনী। তখন ৮জন পরিষেবাকর্মী নিহত হন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন বলেন, দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন।

এদিকে পঞ্চম দফায় ক্ষমতায় বসতে যাচ্ছেন রুশ ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার দেশটিতে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটগ্রহণ চলবে আগামীকাল রোববার পর্যন্ত। ইউক্রেনের অধিকৃত অঞ্চলের বাসিন্দারাও এ ভোটে অংশ নিচ্ছেন। রাশিয়ার একটি স্বাধীন ভোট পর্যবেক্ষক গ্রুপ বলছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এবারই রুশ ইতিহাসের সবচেয়ে গোপন ভোট হচ্ছে।