‘ভ্যাকুয়াম বোমা’ হামলায় ইউক্রেনের ৩০০ সেনা নিহত: রাশিয়া
- আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
ইউক্রেনে শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়ে তিনশরও বেশি সৈন্যকে হত্যার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান।
সিএনএন জানিয়েছে, রাশিয়ার দাবি ‘বায়বীয় অস্ত্রের নির্ভুল হামলায় তিনশরও বেশি সেনা নিহত হয়েছে।’ তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এর সত্যতা যাচাই করতে পারেনি।
এদিন অবশ্য রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান স্পষ্ট করে জানাননি ঠিক কোথায় হামলা হয়েছে। তিনি শুধু বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি ডেপলয়মেন্ট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রুশ বার্তাসংস্থা আরআইএ নভোস্তি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় ‘ভোলোমেট্রিক ডেটোনেশন বোমা’ ব্যবহার করার কথা জানিয়েছেন জেনারেল কিম। যা ‘ভ্যাকুয়াম বোমা’ নামে পরিচিত।
জানা গেছে, এই বোমাটি এতটাই শক্তিশালী যে এর আঘাতে ভবন ধসে পড়ে এবং মানুষের অঙ্গপ্রতঙ্গ উড়ে যায়। দেয়াল বা সুড়ঙ্গও এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। জেনারেল কিম জানিয়েছেন শুধুমাত্র গত সপ্তাহে কার্যকর নজরদারি কার্যক্রম এবং হামলা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের সেনাদের ব্যবহৃত তিনটি আমেরিকান পেট্রিয়ট কমপ্লেক্সে, একটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট লঞ্চার, দশটিরও বেশি বিদেশি কামান এবং অস্ত্রভাণ্ডার এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে।