ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একাংশ। প্রথম ধাপে অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটার ঢাকায় পা রাখে। স্কোয়াডের বাকিরা যোগ দিবেন ভারতের চলমান নারী আইপিএল ক্রিকেট লিগ শেষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ১০ বছর পর ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। এরআগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে অজিরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচগুলো দুই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আগামী ২১শে মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ ২৪ এবং ২৭শে মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দু’দল। সিরিজ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একাংশ। প্রথম ধাপে অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটার ঢাকায় পা রাখে। স্কোয়াডের বাকিরা যোগ দিবেন ভারতের চলমান নারী আইপিএল ক্রিকেট লিগ শেষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ১০ বছর পর ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। এরআগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে অজিরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচগুলো দুই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আগামী ২১শে মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ ২৪ এবং ২৭শে মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দু’দল। সিরিজ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।