গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬৩ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০২:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত ও আরও ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ই অক্টোবর থেকে চলা ইসরাইলি এই হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা সাড়ে ৩১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় খাবার নিতে আসা একটি পরিবারের ৩৬ জন সদস্য নিহত হয়েছেন। রোববার (১৭ই মার্চ) বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। অবরুদ্ধ এই ভূখণ্ডটি তীব্র মানবিক সংকটের মধ্যে রয়েছে।
এমন অবস্থায় গাজার শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যমতে উত্তর গাজায় তীব্র অপুষ্টির শিকার দুই বছরের কম বয়সী এক-তৃতীয়াংশ শিশু। এছাড়া গাজার জাবালিয়ায় সাতটি এবং গাজা সিটিতে ছয়টি ত্রাণবাহী ট্রাক পৌঁছেছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।