গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও রাফায় ইসরাইলের সেনা অভিযান পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তবে তা উপেক্ষা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
মিশর সফরে গিয়ে গাজাবাসীর দুর্দশার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ইইউ প্রেসিডেন্ট। তিনি বলেন, ত্রাণের অভাবে গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা মেনে নেয়ার মতো না। এমন অবস্থায় রাফায় ইসরাইলের ব্যাপক সেনা অভিযান পরিকল্পনায় উদ্বেগ জানিয়ে তা বাতিলের আহ্বান জানান তিনি। সেইসাথে, অবিলম্বে যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেন ইইউ প্রেসিডেন্ট।
অন্যদিকে ইসরাইলের রাজধানী তেল-আবিব সফরে যাওয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকে রাফায় অভিযানের প্রসঙ্গ উঠলে পিছু না হটার কড়া বার্তা দিয়েছেন নেতানিয়াহু। শোলজ জানান, ফিলিস্তিনিদের অনাহারে ধুঁকতে দেখে; দুর্ভিক্ষের হুমকিতে রেখে নিষ্ক্রিয় বসে থাকা সম্ভব না।