বিশ্বের ৪৫ দেশে বাড়ছে খাদ্য সংকট: জাতিসংঘ
- আপডেট সময় : ১০:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৪৩৩ বার পড়া হয়েছে
সশস্ত্র সংঘাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্য সংকট। এমন অন্তত ৪৫টি দেশে খাদ্য সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ত্রি-বার্ষিকভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংস্থাটি।
২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে খাদ্য ও কৃষি সংস্থা।
সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের এই তালিকায় ৩৩টি আফ্রিকার দেশ, নয়টি এশিয়ার, দুটি লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং একটি ইউরোপের দেশের নাম রয়েছে।
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির চেহারা অনেকটাই বদলে গেছে। বেশিরভাগ দেশেই কমেছে বৈদেশির মুদ্রার রিজার্ভ, দেখা দিয়েছে মূল্যস্ফীতি। খাদ্যপণ্য ও জ্বালানির বাড়তি দামে টালমাটাল পুরো বিশ্ব।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বের অন্তত ৪৫টি দেশে খাদ্য সহায়তার প্রয়োজন। বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাত ও প্রতিকূল আবহাওয়াকে এই খাদ্য সংকটের জন্য দায়ী করেছে সংস্থাটি।
খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়া এবং পশ্চিম-পূর্ব আফ্রিকায় খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে সেখানকার সংঘাত। খরা পরিস্থিতির কারণে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ছে আফ্রিকার দক্ষিণাঞ্চলে। এমনকি সামনের সময়েও পরিস্থিতি উন্নতি হওয়ার আশা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
সমাধান ছাড়াই চলতে থাকা আঞ্চলিক সংঘাত এবং একমতে পৌঁছাতে না পারা জলবায়ু সম্মেলন বিশ্বব্যাপী মানবিক সংকট বাড়িয়ে তুলছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে।