অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়ের আইপিএল শেষ

- আপডেট সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৪৩৩ বার পড়া হয়েছে

গত বছর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন জেসন বেহরেনডর্ফ। এ বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনাতেও ছিল এই বাঁহাতি পেসারের নাম। কয়েক দিন পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতানোর কথা ছিল। কিন্তু দুঃসময় হাজির হয়েছে বেহরেনডর্ফের জীবনে।
অনুশীলনের সময় পা ভেঙে যাওয়ায় অজি বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফের আইপিএলে খেলা হচ্ছে না। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই ৩৩ বছর বয়সীর। তার বদলি হিসেবে মুম্বাই ইংলিশ পেসার লুক উডকে দলে নিয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) আইপিএলের জন্য ওয়াকা গ্রাউন্ডে ব্যাটিং অনুশীলন করছিলেন। এ সময় একটি বল তার প্যাড গলে তার বাঁ পায়ের অ্যাঙ্কেলের ঠিক ওপরে আঘাত করে। এই আঘাতে তার ফিবুলা ক্ষতিগ্রস্ত হয়। চোট থেকে সেরে উঠতে বেহরেনডর্ফের কোনো অস্ত্রোপচার না লাগছেনা। তবে সেরে উঠতে কমপক্ষে আট সপ্তাহ সময় লাগবে। ফলে আসন্ন আইপিএলের বড় একটা সময় মুম্বাই তাকে দলে পাচ্ছে না। বাধ্য হয়ে লুক উডকে দলে ভেড়াল তারা।