মিয়ানমারের মিনবিয়ায় সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ২৩
- আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
মিয়ানমারের মিনবিয়া শহরের একটি গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (১৮ই মার্চ) মুসলিম অধ্যুষিত থার দেই গ্রামে এ হামলা চালায় তারা।
মিয়ানমার ভিত্তিক সংবাদ সংস্থা নারিনজারা নিউজ জানিয়েছে, জান্তা বাহিনী সোমবার ভোরে মিনবিয়া শহরের অন্তর্গত থার দেই গ্রামে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
একজন স্থানীয় বাসিন্দা জানায়, বিমান থেকে ক্রমাগত গুলি চালায় সেনারা, ফেলা হয় বোমা। এতে ঘটনাস্থলেই ২০ জন গ্রামবাসীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে।
জান্তা সেনারা প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রিত পাউকতাও, মিনবিয়া, ম্রাউক-ইউ এবং পোন্নাগিউন শহরের বিভিন্ন এলাকায়। এতে হতাহত হচ্ছে বেসামরিক নাগরিকরা।