ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা যেন নিত্য–নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার নতুন করে একটি গ্রামে হামলা চালিয়ে ৮৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২৮৬ জন শিক্ষার্থী ও কর্মচারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো অপহরণের ঘটনা ঘটল।

স্থানীয় কর্মকর্তারা বলেন, গতকাল সোমবার কাদুনা রাজ্যের কাজুরু এলাকায় হামলা চালিয়ে ৮৭ জনতে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নাইজেরিয়ার উত্তর–পশ্চিম ও উত্তর–মধ্যাঞ্চলে প্রায়ই সশস্ত্র সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া অতর্কিতভাবে গ্রামে গ্রামে হানা দিয়ে সম্পদ লুটপাট করে নিয়ে যায়। জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সহিংসতায় নাইজেরিয়ায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এসব হামলা বন্ধের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু প্রতিদিনই চাপের মুখে পড়ছেন। কিন্তু অব্যাহত অপহরণের ঘটনায় তাঁর প্রশাসনকে অসহায় মনে হচ্ছে।

গতকাল কাদুনা পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেন, অপহৃতদের উদ্ধার করতে এবং গ্রামবাসীদের নিরাপত্তায় ইতিমধ্যে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ইব্রাহিম গাজের বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেনাবাহিনীর পোশাক পরা লোকেরা গ্রামে ঢুকে ৮৭জনকে আটক করে নিয়ে গেছে। তাদের মোটর সাইকেল দূরে পার্ক করা ছিল।

গ্রাম প্রধান টংকো ওয়াদা সারকিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অপহৃতদের মধ্য থেকে পাঁচজন এরই মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে এসেছে।

এর আগে আরও চারবার এই গ্রামে সন্ত্রাসীরা হামলান চালিয়েছিল বলে জানান টংকো ওয়াদা সারকিন।

সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে আসা রুওয়া ইয়াউ নামের এক ব্যক্তি বলেন, আমার পায়ে সমস্যা থাকায় ঠিকমতো হাঁটতে পারছিলাম না বলে তারা আমাকে ছেড়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা যেন নিত্য–নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার নতুন করে একটি গ্রামে হামলা চালিয়ে ৮৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২৮৬ জন শিক্ষার্থী ও কর্মচারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো অপহরণের ঘটনা ঘটল।

স্থানীয় কর্মকর্তারা বলেন, গতকাল সোমবার কাদুনা রাজ্যের কাজুরু এলাকায় হামলা চালিয়ে ৮৭ জনতে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নাইজেরিয়ার উত্তর–পশ্চিম ও উত্তর–মধ্যাঞ্চলে প্রায়ই সশস্ত্র সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া অতর্কিতভাবে গ্রামে গ্রামে হানা দিয়ে সম্পদ লুটপাট করে নিয়ে যায়। জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সহিংসতায় নাইজেরিয়ায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এসব হামলা বন্ধের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু প্রতিদিনই চাপের মুখে পড়ছেন। কিন্তু অব্যাহত অপহরণের ঘটনায় তাঁর প্রশাসনকে অসহায় মনে হচ্ছে।

গতকাল কাদুনা পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেন, অপহৃতদের উদ্ধার করতে এবং গ্রামবাসীদের নিরাপত্তায় ইতিমধ্যে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ইব্রাহিম গাজের বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেনাবাহিনীর পোশাক পরা লোকেরা গ্রামে ঢুকে ৮৭জনকে আটক করে নিয়ে গেছে। তাদের মোটর সাইকেল দূরে পার্ক করা ছিল।

গ্রাম প্রধান টংকো ওয়াদা সারকিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অপহৃতদের মধ্য থেকে পাঁচজন এরই মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে এসেছে।

এর আগে আরও চারবার এই গ্রামে সন্ত্রাসীরা হামলান চালিয়েছিল বলে জানান টংকো ওয়াদা সারকিন।

সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে আসা রুওয়া ইয়াউ নামের এক ব্যক্তি বলেন, আমার পায়ে সমস্যা থাকায় ঠিকমতো হাঁটতে পারছিলাম না বলে তারা আমাকে ছেড়ে দিয়েছে।