ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেয়নি: জ্যোতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দলে সময়ের সব সেরা ক্রিকেটারের সমাহার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে অজিদের নারী দলটি। যেহেতু টাইগ্রেস ডেরায় এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ, তার প্রস্তুতির মোক্ষম সুযোগও এসেছে। বাংলাদেশের সামনেও সুযোগ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনের।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। তার আগেরদিন দুদলের অধিনায়ক এলেন সংবাদ সম্মেলনে। শের-ই-বাংলা স্টেডিয়ামে সাড়া হল ট্রফি উন্মোচন আনুষ্ঠানিকতাও।

অজি অধিনায়ক হিলি বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন। স্পিনিং কন্ডিশনে পরীক্ষা দিতে প্রস্তুত তার দল। অস্ট্রেলিয়ার ৫ ক্রিকেটার ভারতে উইমেন্স আইপিএল খেলে আসায় উপমহাদেশের কন্ডিশনে একটু বেশিই মানিয়ে নিতে পারবেন বলে আশা তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোটে একটি। ২০২২ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হেরেছিল নিগার সুলতানা
জ্যোতির দল।

এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় বড় আশা করছে বাংলাদেশ। মিরপুরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলায় আত্মবিশ্বাসী টাইগ্রেস অধিনায়ক।

‘অস্ট্রেলিয়া অবশ্যই বেটার সাইড, তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। গত ৬-৭ মাস ধরে আমরা যেভাবে খেলে আসতেছি, তাতে তারাও আমাদের হালকাভাবে নেয়নি, স্কোয়াড দেখেই সেটি বোঝা যায়। বিশ্বকাপও এখানে। সবকিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সবার থেকে তারা(অস্ট্রেলিয়া) বেটার সাইড।’

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেয়নি: জ্যোতি

আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দলে সময়ের সব সেরা ক্রিকেটারের সমাহার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে অজিদের নারী দলটি। যেহেতু টাইগ্রেস ডেরায় এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ, তার প্রস্তুতির মোক্ষম সুযোগও এসেছে। বাংলাদেশের সামনেও সুযোগ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনের।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। তার আগেরদিন দুদলের অধিনায়ক এলেন সংবাদ সম্মেলনে। শের-ই-বাংলা স্টেডিয়ামে সাড়া হল ট্রফি উন্মোচন আনুষ্ঠানিকতাও।

অজি অধিনায়ক হিলি বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন। স্পিনিং কন্ডিশনে পরীক্ষা দিতে প্রস্তুত তার দল। অস্ট্রেলিয়ার ৫ ক্রিকেটার ভারতে উইমেন্স আইপিএল খেলে আসায় উপমহাদেশের কন্ডিশনে একটু বেশিই মানিয়ে নিতে পারবেন বলে আশা তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোটে একটি। ২০২২ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হেরেছিল নিগার সুলতানা
জ্যোতির দল।

এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় বড় আশা করছে বাংলাদেশ। মিরপুরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলায় আত্মবিশ্বাসী টাইগ্রেস অধিনায়ক।

‘অস্ট্রেলিয়া অবশ্যই বেটার সাইড, তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। গত ৬-৭ মাস ধরে আমরা যেভাবে খেলে আসতেছি, তাতে তারাও আমাদের হালকাভাবে নেয়নি, স্কোয়াড দেখেই সেটি বোঝা যায়। বিশ্বকাপও এখানে। সবকিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সবার থেকে তারা(অস্ট্রেলিয়া) বেটার সাইড।’