উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২১ মার্চ)। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বৃহস্পতিবার কমিশনসভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফশিল কাল হতে পারে। বুধবার (২০ মার্চ) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে অশোক দেবনাথ জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনেক সময় ভোটারা স্বাক্ষর দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেন। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থন লাগে। এটা পরিবর্তন করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এ জন্যে সময় দরকার। আর এটা ত্রয়োদশ সংসদ নির্বাচনে করতে হবে। এর জন্য সময় আছে।