ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সশস্ত্র মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব দিতে চায় না আ.লীগ : মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে রাজি নয় বর্তমান ক্ষমতাসীন দলটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপি গঠিত উদযাপন কমিটির বৈঠক করেন দলটির নেতারা। সেখানে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিদেশি শক্তির হাত থেকে দেশকে সুরক্ষিত রাখতে সিটিজেন আর্মি গড়ে তোলা হবে।

মেজর হাফিজ বলেন, একটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের জন্য একটি রাজনৈতিক দল দায়ী। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করে দলটি।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তির তকমা দিয়ে আওয়ামী লীগ ফায়দা নিতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামীতে বিএনপি নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ।

খালেদা জিয়া একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদে বলেন, তিনি তার স্বামীকে যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন। পাকিস্তানের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের অস্ত্র জমা দিতে বারণ করেন। তিনি সৈনিকদের যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সশস্ত্র মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব দিতে চায় না আ.লীগ : মেজর হাফিজ

আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে রাজি নয় বর্তমান ক্ষমতাসীন দলটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপি গঠিত উদযাপন কমিটির বৈঠক করেন দলটির নেতারা। সেখানে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিদেশি শক্তির হাত থেকে দেশকে সুরক্ষিত রাখতে সিটিজেন আর্মি গড়ে তোলা হবে।

মেজর হাফিজ বলেন, একটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের জন্য একটি রাজনৈতিক দল দায়ী। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করে দলটি।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তির তকমা দিয়ে আওয়ামী লীগ ফায়দা নিতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামীতে বিএনপি নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ।

খালেদা জিয়া একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদে বলেন, তিনি তার স্বামীকে যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন। পাকিস্তানের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের অস্ত্র জমা দিতে বারণ করেন। তিনি সৈনিকদের যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।