দেশি-বিদেশি শক্তি অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না: আমীর খসরু
- আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন দেশি বিদেশি শক্তি অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না। ৭ জানুয়ারি দেশের দেশের ৯৫ শতাংশ মানুষ বিএনপি ও তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে। অবৈধভাবে প্রধানমন্ত্রীর আসনে বসা ব্যাক্তির পক্ষে ৫ শতাংশ মানুষও আসেনি।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে কর্ণফুলী সেতু সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও কারানির্যাতিত নেতাকর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ, সুশীল সমাজ, পেশাজীবী শ্রেণী অবৈধ রেজিমকে, নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্রের পক্ষে পরিষ্কার রায় দিয়েছে। বিএনপির সংগ্রাম চলমান উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, এটি হালুয়া-রুটির সংগ্রাম নয়, দেশের মানুষের মুক্তির সংগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব এনামুল হক।