ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিল মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। কারণ হিসেবে তারা অত্যধিক ব্যয়ের কথা বলেছে। শুক্রবার দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে গত বছর এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তারাও ‘অত্যধিক ব্যয়’কেই করণ হিসেবে দেখিয়েছিল। এবার একই পথে হাঁটল মালয়েশিয়া।

মালয়েশিয়া যুব ও ক্রীড়ামন্ত্রী হান্নাহ ইয়োহ বলেছেন, কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য কমনওয়েলথ ফেডারেশনের পক্ষ থেকে ১২ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু হিসাব করে দেখা গেছে, এই অর্থ দিয়ে এত বড় আয়োজন করা সম্ভব নয়।

এ সম্পর্কিত বিবৃতিতে হান্নাহ ইয়োহ আরও বলেন, ‘সরকার খেলাধুলার উন্নয়ন চায়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভালো থাকে, সে বিষয়ে কাজ করতে চায়।’

মালয়েশিয়ার মুদ্রার মান হঠাৎ করেই ব্যাপক কমেছে। এমন এক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব আসে দেশটির কাছে। এই প্রস্তাব দেশটিতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশেষত যখন সাধারণ মানুষের কাছে রুটিরুজিই মুখ্য বিষয় হয়ে উঠেছে এবং অর্থনীতি নিয়ে গোটা দেশে এক ধরনের শঙ্কা বিরাজ করছে, তখন এমন আয়োজনকে দেশটির সরকার বিলাসিতা বলে গণ্য করেছে।

অবশ্য এর আগে দেশটির পক্ষ থেকে ছোট পরিসরে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় কমনওয়েলথ ফেডারেশন সাড়া দেয়নি। এবার তাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে মূলত অস্ট্রেলিয়ার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে।

গত বছর একই প্রস্তাব গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সে সময় অস্ট্রেলিয়াও অতিরিক্ত ব্যয়ের কারণ দেখিয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেয়।

প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসে ৭০টিরও বেশি দেশ অংশ নেয়, যাদের অধিকাংশই সাবেক ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। সর্বশেষ ২০২২ সালে এই বড় আয়োজনটি হয়েছিল যুক্তরাজ্যে। মালয়েশিয়া সর্বশেষ কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ১৯৯৮ সালে।

নিউজটি শেয়ার করুন

কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিল মালয়েশিয়া

আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। কারণ হিসেবে তারা অত্যধিক ব্যয়ের কথা বলেছে। শুক্রবার দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে গত বছর এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তারাও ‘অত্যধিক ব্যয়’কেই করণ হিসেবে দেখিয়েছিল। এবার একই পথে হাঁটল মালয়েশিয়া।

মালয়েশিয়া যুব ও ক্রীড়ামন্ত্রী হান্নাহ ইয়োহ বলেছেন, কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য কমনওয়েলথ ফেডারেশনের পক্ষ থেকে ১২ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু হিসাব করে দেখা গেছে, এই অর্থ দিয়ে এত বড় আয়োজন করা সম্ভব নয়।

এ সম্পর্কিত বিবৃতিতে হান্নাহ ইয়োহ আরও বলেন, ‘সরকার খেলাধুলার উন্নয়ন চায়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভালো থাকে, সে বিষয়ে কাজ করতে চায়।’

মালয়েশিয়ার মুদ্রার মান হঠাৎ করেই ব্যাপক কমেছে। এমন এক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব আসে দেশটির কাছে। এই প্রস্তাব দেশটিতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশেষত যখন সাধারণ মানুষের কাছে রুটিরুজিই মুখ্য বিষয় হয়ে উঠেছে এবং অর্থনীতি নিয়ে গোটা দেশে এক ধরনের শঙ্কা বিরাজ করছে, তখন এমন আয়োজনকে দেশটির সরকার বিলাসিতা বলে গণ্য করেছে।

অবশ্য এর আগে দেশটির পক্ষ থেকে ছোট পরিসরে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় কমনওয়েলথ ফেডারেশন সাড়া দেয়নি। এবার তাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে মূলত অস্ট্রেলিয়ার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে।

গত বছর একই প্রস্তাব গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সে সময় অস্ট্রেলিয়াও অতিরিক্ত ব্যয়ের কারণ দেখিয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেয়।

প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসে ৭০টিরও বেশি দেশ অংশ নেয়, যাদের অধিকাংশই সাবেক ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। সর্বশেষ ২০২২ সালে এই বড় আয়োজনটি হয়েছিল যুক্তরাজ্যে। মালয়েশিয়া সর্বশেষ কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ১৯৯৮ সালে।