দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৭ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ১০:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে
মদ নীতিতে ষড়যন্ত্র করে অবৈধ অর্থভাবে আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠিয়েছে আদালত। আগামী সাত দিন হেফাজতে রেখে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সংস্থাটি।
শুক্রবার (২২ মার্চ) বিশেষ সিবিআই আদালত শুনানি শেষে এই আদেশ দেন বিচারক কাবেরী বাওয়েজা। যদিও কেজরিওয়ালকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছিল ইডি। খবর-এনডিটিভির।
ইডি আদালতে জানায়, আইনের নির্দিষ্ট ধারা মেনেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এএপি প্রধানের জামিনের বিরোধিতা করে ইডি আরও জানায়, অপরাধে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল। কিছু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেয়ার জন্যই ওই আবগারি নীতি আপ প্রণয়ন করেছিল বলে দাবি করা হয়।
দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগের তদন্ত করছে ইডি। এ মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে ইডি। তবে তিনি কেজরিওয়ালের মত মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেপ্তার হননি।