ধর্ষণ মামলায় ব্রাজিলে গ্রেফতার রবিনিও
- আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৩৮৬ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় জেল থেকে বাঁচতে কত চেষ্টাই না করলেন রবিনিও। ইতালি থেকে এক রকম পালিয়ে আশ্রয় নিয়েছিলেন নিজ দেশ ব্রাজিলে। কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ হলো না, একটু সময় নিলেও ব্রাজিল পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা। ১১ বছর আগের সে ঘটনায় ৯ বছরের জেলের শাস্তি পেয়েছিলেন নেইমারদের সাবেক সতীর্থ।
এর আগে ২০১৩ সালে ইতালিতে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রবিনিওকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। কারাভোগ থেকে বাঁচতে রবিনিও ব্রাজিলে পালিয়ে যান। কারণ, অন্য দেশের সঙ্গে অপরাধী হস্তান্তরের কোনো চুক্তি নেই দেশট্টির।
ফলে দেশের বাইরে কোনো অপরাধ করে কোনো ব্রাজিলিয়ান নাগরিক নিজ দেশে ফিরতে পারলে তাঁকে আর হস্তান্তর করে না ব্রাজিল সরকার। কিন্তু রবিনিওর ভাগ্য সুপ্রসন্ন ছিল না। তাঁকে হস্তান্তর না করলেও ব্রাজিলের জেলেই সাজা ভোগ করতে হবে।
রবিনিও ইতালি ছাড়ার পর ব্রাজিলের সরকারকে সাজা দেওয়ার আহ্বান জানিয়েছিল ইতালির সর্বোচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে গত পরশু ব্রাজিল সরকার রবিনিওকে গ্রেফতারের নির্দেশ দেয়। এর চব্বিশ ঘণ্টা না পেরোতেই গতকাল বৃহস্পতিবার সান্তোসে নিজ বাড়ি থেকে রবিনিওকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ।
এখনই যাতে সাজা পেতে না হয়, এজন্য অনেক চেষ্টা করেন রবিনিওর আইনজীবীরা। কিন্তু সেসব চেষ্টায় কোনো লাভ হয়নি। বরং তাঁদের আবেদন প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের সর্বোচ্চ আদালত।
এর আগে ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলার সময় ২০১৩ সালে মিলানে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে। ওই নারী নিজের ২৩তম জন্মদিন পালন করতে এক নৈশক্লাবে গিয়েছিলেন। এ ঘটনায় মামলা হলে ২০১৭ সালে রবিনিও ও আরও পাঁচ ব্রাজিলিয়ানের দোষ খুঁজে পায় ইতালির আদালত এবং ৯ বছরের কারাদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল করেন সাবেক ম্যানসিটি তারকা।
২০২০ সালে সে আপিলেও হেরে যান তিনি। এরপর ইতালির সর্বোচ্চ আদালত ২০২২ সালে সে রায় বহাল রাখে। একই সঙ্গে দেশটির আইনজীবীরা রবিনিওর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় রবিনিওকে সান্তোসের পুলিশ সদরদফতরে নিয়ে যাওয়া হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে রবিনিওর শারীরিক পরীক্ষা শেষে তাঁকে কারাগারে পাঠানো হবে।