প্রথমবারের মতো আইসিসির আম্পায়ার প্যানেলে বাংলাদেশের একজন ম্যাচ রেফারি ও চারজন নারী আম্পায়ারকে যুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারি আন্তর্জাতিক প্যানেলে আর আম্পায়াররা সুযোগ পেয়েছেন ডেভেলপমেন্ট প্যানেলে।
শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক বার্তায় বিষয়টি বিসিবিকে জানিয়েছে আইসিসি।
ডেভেলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া চার আম্পায়ার হলেন- সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা চৌধুরী, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক প্যানেলে।
ইফতেখার বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি বড় অর্জন। বিশেষ করে মেয়েদের ক্রিকেটের জন্য। তারা ভালো করেছে বলেই আইসিসির নজরে এসেছে। এতোদিন মেয়েরা ক্রিকেট খেলতো। এখন এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেসি লিখেছেন, এটা জানাতে পেরে আনন্দিত যে অবশেষে আজ থেকে আমি আইসিসির নারী ডেভেলপমেন্ট প্যানেলের অংশ। আজ আমি কতটা খুশি ও ভাগ্যবান সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।