সুইজারল্যান্ডের জেনেভাতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ এ সভাপতিত্ব করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জেনেভার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্পিকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়।
পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসভায় ৬ষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার অফ দ্যা পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নোমিনেশন দেয়া হয়। এছাড়া ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।