জার্সিতে বিয়ারের প্রচারণায় মোস্তাফিজের ‘না’
- আপডেট সময় : ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই তাক লাগিয়ে দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার তো পেয়েছেনই, সঙ্গে জুটেছে আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ারের পুরস্কারও। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দল ৬ উইকেটে জয় পেয়েছে তার দল চেন্নাই সুপার কিংস।
তবে খেলার বাইরে অন্য একটি কারণে আলোচনায় আছেন বাংলাদেশি এই পেসার। আর সেটা হচ্ছে জার্সিতে বিয়ারের নাম ব্যবহার না করা নিয়ে।
ধর্মীয় অনুশাসন মানার কারণেই নিজের জার্সিতে চেন্নাই সুপার কিংসের অন্যতম স্পন্সর অ্যালকোহল ব্র্যান্ড এসএনজে রাখতে দেননি তিনি।
ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলেই অ্যালকোহল পণ্যের প্রচারণায় নিজেকে জড়াতে রাজি হননি বাঁহাতি পেসার। বিষয়টি তার দলও স্বাভাবিকভাবে মেনে নিয়েছে।
মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজার জার্সিতে এসএনজের নাম থাকলেও তাই মোস্তাফিজের জার্সিতে নেই। বাঁহাতি পেসারের আগেও আইপিএলে এমনটা দেখা গেছে।
মোস্তাফিজের চেন্নাই সতীর্থ মঈন আলীই যেমন ২০২১ আইপিএলে অ্যালকোহল জাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জার্সি পড়েননি।
শুধু আইপিএলেই নয় এর আগে, ইংল্যান্ডের হয়েও একাধিকবার এমনটি করেছেন এই অলরাউন্ডার।