মেসি নেই, সেটা বুঝতেই দিল না আর্জেন্টিনা
- আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে
চলতি বছরে প্রথম বারের মতো খেলতে নেমে মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এলসালভেদরের বিপক্ষে মেসি, দিবালার অনুপস্থিতির কোনো প্রভাবই পড়েনি।
গোল তিনটি এসেছে ক্রিস্টিয়ান রোমেরো, এনসো ফের্নান্দেস ও জিওভানি লো সেলসোর পা থেকে। তবে এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনা কতটা দাপুটে ফুটবল খেলেছে,স্কোর লাইন সেটা বোঝাতে পারবে না। ফিলাডেলফিয়ায় একপেশে ম্যাচটিতে বলের দখল কিংবা আক্রমণে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি সালভাদর।
ম্যাচে আর্জেন্টাইনদের আধিপত্য কতটা ছিল, সেটা বল পজেশন থেকে সহজেই অনুমান করা যায়। ম্যাচের ৮০ শতাংশ বলের দখল ছিল দি মারিয়া-এনসোদের পায়ে। আর্জেন্টিনার ২৪ শটের বিপরীতে মধ্য আমেরিকার দেশটি গোলমুখে শট নিতে পেরেছে মাত্র দুবার। এমন পারফরম্যান্সেও যে আর্জেন্টিনাকে মাত্র ৩ গোলে আটকাতে পেরেছে, এ নিয়ে গর্ব করতেই পারে ফিফা র্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা দেশটি।
লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন রোমেরো। ২৬ মিনিটে দারুণ দক্ষতায় দি মারিয়ার শট ঠেকিয়ে দেন সালভাদর গোলরক্ষক। চার মিনিট পরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সালভাদর। জাইরো হেনরিকসের নেওয়া শটটি রোমেরোর পায়ে লেগে দিক পাল্টে আর্জেন্টিনার পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এক গোলের লিড নিয়ে তাই স্বস্তিতে থাকার সুযোগ ছিল না বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার সে চিন্তা দূর করেন এনসো। ম্যাচের ৪২ মিনিটে দলীয় প্রচেষ্টায় গোল করেন চেলসি তারকা। দুই মিনিট পর আবারও গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। এ যাত্রায় লো সেলসোকে গোলবঞ্চিত করেন সালভাদর গোলকিপার। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও আর্জেন্টিনা গতিময় ফুটবল খেলতে থাকে। সঙ্গে আক্রমণের ঢেউ তো আছেই। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে লো সেলসোর পা থেকে। তিন গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। কিন্তু আর কোনো গোল আদায় করতে পারেননি লাওতারো মার্তিনেস- দি মারিয়ারা।
যুক্তরাষ্ট্র সফরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা।