রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট্রের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, শুক্রবার মস্কোর কনসার্ট হলে হামলার সঙ্গে কিয়েভের সম্পর্ক নেই।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, হামলা সম্পর্কে সোজা কথা বলা যাক। এই ঘটনাগুলোতে ইউক্রেনের করার কিছুই ছিল না। আমরা রুশ সেনাবাহিনীর সাথে একটি সর্বাত্মক যুদ্ধ করছি।