জার্মান ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল ভাইর্টৎসের
- আপডেট সময় : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
ফ্রান্স-জার্মানির ফুটবল লড়াই উপভোগ করতে লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রায় ৬০ হাজার দর্শক। ম্যাচ শুরুর পর দর্শকরা নিজেদের আসন ভালোভাবে গ্রহণ করার আগেই গোল! কিক অফ হতে না হতেই জার্মানির ফ্লোরিয়ান ভাইর্টৎস ফ্রান্সের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।
ভাইর্টৎস যখন ম্যাচের প্রথম গোলটি করেন তখন ম্যাচের বয়স কেবল ৭ সেকেন্ড। জার্মানির ফুটবল ইতিহাসে এখন এটাই দ্রুততম গোলের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৯ সেকেন্ডে গোল করেছিলেন পোডলস্কি।
তিন বছর পর অবসর ভেঙে জার্মান জাতীয় দলে ফেরা টনি ক্রুস মাত্র ৭ সেকেন্ডে গোল করা ভাইর্টৎসকে বলের জোগান দিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে কাই হাভার্টজ দলের দ্বিতীয় গোলটি করে ক্রুসের প্রত্যাবর্তনের রাতটা রাঙিয়ে তুলেছেন। ২-০ গোলের জয়ের মধ্যদিয়ে ফ্রান্সকে তাদেরই মাঠে হারিয়ে নিজেদের শক্তিও দেখিয়ে দিয়েছে জার্মানি।
২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললো ফ্রান্স। এরমধ্যে হেরেছে মাত্র দুটিতে। দুটিই জার্মানদের বিপক্ষে।