ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইংল্যান্ডকে হারিয়ে বছর শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার ম্যাচ পর জয়ে ফিরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। একমাত্র গোলটি করেছেন বিস্ময়-বালক এনদ্রিক। এদিকে, অন্য ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জার্মানি। এদিন দ্রুততম গোলের রেকর্ড গড়ে ডিমানশেফট। গোলশূন্য ড্র হয়েছে আয়ারল্যান্ড-বেলজিয়াম ম্যাচ।

সাম্প্রতিক সময়ে জিততে যেন ভুলেই গিয়েছিল ব্রাজিল। টানা তিন হারের পর অবশেষে দূর হলো সেই তিক্ততা। ইংল্যান্ডকে হারিয়ে জাতীয় দলের কোচিং ক্যারিয়ারের শুভ সূচনা দরিভাল জুনিয়রের। ২০০৯ সালের পর থ্রি লায়নদের বিপক্ষে সেলেসাওদের প্রথম জয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে ২ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকরাই ঘরের মাঠে ছিল হট ফেবারিট। সবশেষ ১০ ম্যাচে তারা ছিল অপরাজিত। সঙ্গে নেইমার, আলিসন বেকার, এদারসন, মার্কুইনহোস, মার্তিনেল্লি ও কাসেমিরোর অনুপস্থিতিতে আরও স্বস্তিতে থেকে মাঠে নামে সাউথগেটের শিষ্যরা।

যদিও ইনজুরির কারণে হ্যারি কেইন ও বুকায়ো সাকাকে পায়নি ইংল্যান্ড। নেতৃত্বে থাকা কাইল ওয়াকারও ২০ মিনিটে মাঠ ছাড়েন আঘাত পেয়ে। জুড বেলিংহ্যাম, ফিল ফোডেনরা দিতে পারেননি নিজেদের সেরাটা। ওয়েম্বলিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোরা ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। আর লুকাস পাকেতার শট ফিরেছে পোস্টে লেগে।

ম্যাচজুড়ে সুযোগ হাতছাড়া করলেও শেষদিকে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষক রুখে দিলেও বল পান বদলি হিসেবে নামা এনদ্রিক মোরেইরা। স্কোরশিটে নাম লেখান মাত্র ১৭ বছর ২৪৬ দিন বয়সী এই ফুটবলার। একুশ শতাব্দীতে ব্রাজিলের হয়ে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এই ফরোয়ার্ড। সবমিলিয়ে পেলে, এদু ও রোনালদোর পর চতুর্থ। ২০ ম্যাচ পর ওয়েম্বলিতে হারের স্বাদ পেলো ইংল্যান্ড। তরুণ এই দলটাকে নিয়ে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে তার আগে কঠিন পরীক্ষা দিতে হবে কোপা আমেরিকায়।

এদিকে, ইতিহাস গড়েছে জার্মানি। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক উপভোগ করতে এসেছিলেন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই। তবে কিক অফ হতেই ফরাসিদের হতবাক করে দেন ফ্লোরিয়ান ভির্তস। মাত্র ৭ সেকেন্ড সময় নিয়েছেন বল জালে জড়াতে। জার্মানি ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড এটি। অ্যাসিস্টে ছিলেন ৩ বছর পর অবসর ভেঙে ফেরা টনি ক্রুস। দ্বিতীয়ার্ধে জয়ের আনন্দ বড় করেন কাই হাভাৎস। ফ্রান্সের মাঠে এ জয় বাড়তি অনুপ্রেরণা ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক জার্মানির।

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডকে হারিয়ে বছর শুরু ব্রাজিলের

আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

চার ম্যাচ পর জয়ে ফিরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। একমাত্র গোলটি করেছেন বিস্ময়-বালক এনদ্রিক। এদিকে, অন্য ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জার্মানি। এদিন দ্রুততম গোলের রেকর্ড গড়ে ডিমানশেফট। গোলশূন্য ড্র হয়েছে আয়ারল্যান্ড-বেলজিয়াম ম্যাচ।

সাম্প্রতিক সময়ে জিততে যেন ভুলেই গিয়েছিল ব্রাজিল। টানা তিন হারের পর অবশেষে দূর হলো সেই তিক্ততা। ইংল্যান্ডকে হারিয়ে জাতীয় দলের কোচিং ক্যারিয়ারের শুভ সূচনা দরিভাল জুনিয়রের। ২০০৯ সালের পর থ্রি লায়নদের বিপক্ষে সেলেসাওদের প্রথম জয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে ২ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকরাই ঘরের মাঠে ছিল হট ফেবারিট। সবশেষ ১০ ম্যাচে তারা ছিল অপরাজিত। সঙ্গে নেইমার, আলিসন বেকার, এদারসন, মার্কুইনহোস, মার্তিনেল্লি ও কাসেমিরোর অনুপস্থিতিতে আরও স্বস্তিতে থেকে মাঠে নামে সাউথগেটের শিষ্যরা।

যদিও ইনজুরির কারণে হ্যারি কেইন ও বুকায়ো সাকাকে পায়নি ইংল্যান্ড। নেতৃত্বে থাকা কাইল ওয়াকারও ২০ মিনিটে মাঠ ছাড়েন আঘাত পেয়ে। জুড বেলিংহ্যাম, ফিল ফোডেনরা দিতে পারেননি নিজেদের সেরাটা। ওয়েম্বলিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোরা ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। আর লুকাস পাকেতার শট ফিরেছে পোস্টে লেগে।

ম্যাচজুড়ে সুযোগ হাতছাড়া করলেও শেষদিকে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষক রুখে দিলেও বল পান বদলি হিসেবে নামা এনদ্রিক মোরেইরা। স্কোরশিটে নাম লেখান মাত্র ১৭ বছর ২৪৬ দিন বয়সী এই ফুটবলার। একুশ শতাব্দীতে ব্রাজিলের হয়ে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এই ফরোয়ার্ড। সবমিলিয়ে পেলে, এদু ও রোনালদোর পর চতুর্থ। ২০ ম্যাচ পর ওয়েম্বলিতে হারের স্বাদ পেলো ইংল্যান্ড। তরুণ এই দলটাকে নিয়ে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে তার আগে কঠিন পরীক্ষা দিতে হবে কোপা আমেরিকায়।

এদিকে, ইতিহাস গড়েছে জার্মানি। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক উপভোগ করতে এসেছিলেন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই। তবে কিক অফ হতেই ফরাসিদের হতবাক করে দেন ফ্লোরিয়ান ভির্তস। মাত্র ৭ সেকেন্ড সময় নিয়েছেন বল জালে জড়াতে। জার্মানি ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড এটি। অ্যাসিস্টে ছিলেন ৩ বছর পর অবসর ভেঙে ফেরা টনি ক্রুস। দ্বিতীয়ার্ধে জয়ের আনন্দ বড় করেন কাই হাভাৎস। ফ্রান্সের মাঠে এ জয় বাড়তি অনুপ্রেরণা ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক জার্মানির।