ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কারাগার থেকেই আদেশ জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাগার থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে নানা বিতর্কের মধ্যেই প্রথম আদেশ জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আজ রোববার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) হেফাজতে বন্দী থাকা অবস্থায় তিনি রাজধানীর পানি সরবরাহ বিষয়ে একটি আদেশ জারি করেন। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা সিংয়ের কাছে একটি চিরকুট দেওয়ার মাধ্যমে এ আদেশ জারি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দুর্নীতির অভিযোগে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আম আদমি পার্টির (এএপি) এই নেতাকে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দায়িত্বে তাঁর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন ভারতের এক বিচারিক আদালত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

দিল্লির তিহার জেলের এক সাবেক আইন আধিকারিক সুনীল গুপ্ত বলেন, একজন বন্দী সপ্তাহে মাত্র দুটি বৈঠক করতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুপ্ত বলেন, ‘কারাগার থেকে সরকার চালানো সহজ কাজ নয়। কারাগারের নিয়ম অনুসারে, আপনি পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সপ্তাহে শুধু দুবার দেখা করতে পারবেন। তাই এসব বিধিনিষেধ দিয়ে শাসন করা তাঁর জন্য সহজ হবে না।’

তবে এর একটি উপায় আছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে পারেন, যদি কর্তৃপক্ষ তাঁকে গৃহবন্দী করে। তবে এর জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার অনুমোদন লাগবে।

গুপ্ত বলেন, ‘প্রশাসকের যেকোনো ভবনকে কারাগার ঘোষণা করার এখতিয়ার রয়েছে।’ অতীতের কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একবার আদালত ভবনগুলোকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়। এ ধরনের পদক্ষেপ কেজরিওয়ালকে কারাগার থেকে শাসন চালিয়ে যেতে সহায়তা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

কারাগার থেকেই আদেশ জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

কারাগার থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে নানা বিতর্কের মধ্যেই প্রথম আদেশ জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আজ রোববার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) হেফাজতে বন্দী থাকা অবস্থায় তিনি রাজধানীর পানি সরবরাহ বিষয়ে একটি আদেশ জারি করেন। দিল্লির মন্ত্রী অতিশি মারলেনা সিংয়ের কাছে একটি চিরকুট দেওয়ার মাধ্যমে এ আদেশ জারি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দুর্নীতির অভিযোগে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা আম আদমি পার্টির (এএপি) এই নেতাকে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দায়িত্বে তাঁর এক সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন ভারতের এক বিচারিক আদালত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। আর ভারতের বিরোধীদলীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

দিল্লির তিহার জেলের এক সাবেক আইন আধিকারিক সুনীল গুপ্ত বলেন, একজন বন্দী সপ্তাহে মাত্র দুটি বৈঠক করতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুপ্ত বলেন, ‘কারাগার থেকে সরকার চালানো সহজ কাজ নয়। কারাগারের নিয়ম অনুসারে, আপনি পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে সপ্তাহে শুধু দুবার দেখা করতে পারবেন। তাই এসব বিধিনিষেধ দিয়ে শাসন করা তাঁর জন্য সহজ হবে না।’

তবে এর একটি উপায় আছে। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে পারেন, যদি কর্তৃপক্ষ তাঁকে গৃহবন্দী করে। তবে এর জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার অনুমোদন লাগবে।

গুপ্ত বলেন, ‘প্রশাসকের যেকোনো ভবনকে কারাগার ঘোষণা করার এখতিয়ার রয়েছে।’ অতীতের কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একবার আদালত ভবনগুলোকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়। এ ধরনের পদক্ষেপ কেজরিওয়ালকে কারাগার থেকে শাসন চালিয়ে যেতে সহায়তা করতে পারে।