০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজা সীমান্তে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন সেখানে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় শনিবার (২৩ মার্চ) গাজা সীমান্তবর্তী মিসরের রাফাহ ভূখণ্ড পরিদর্শনের সময় এ আহ্বান জানালেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্বসংস্থাটির নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো দেয়ার পরদিনই মিসরের সীমান্ত সফরে গিয়েছেন গুতেরেস। রাফাহ ক্রসিংয়ের মিসর অংশে দাঁড়িয়ে তিনি বলেন, সময় এসেছে যুদ্ধ বন্ধ করার।

ফিলিস্তিনিদের উদ্দেশ করে মহাসচিব বলেন, ‘তোমরা একা নও। সারাবিশ্বের মানুষ গাজায় যে নির্মমতা চলছে তা প্রত্যক্ষ করে ক্ষোভে ফেটে যাচ্ছে। অবিলম্বে বন্দুককে না বলতে হবে।’

গাজাজুড়ে তীব্র মানবিক বিপর্যয় ঠেকাতে পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন ত্রাণসামগ্রী প্রবেশে সহায়তা করতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও গাজায় তেমন কিছুর দেখা এখনও মেলেনি। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে নতুন করে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও গুতেরেস শনিবার মিসর-গাজার মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিংয়ের মিসরীয় অংশে সফরে যান। আর সেখানেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানান জাতিসংঘের এই মহাসচিব। রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক থেকে কথা বলার সময় তিনি বলেন, ‘বন্দুকগুলোকে নীরব করার সময় এসেছে।’

গাজা সীমান্তে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

আপডেট : ০২:০৯:০৯ অপরাহ্ন, রোববার, ২৪ মার্চ ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন সেখানে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় শনিবার (২৩ মার্চ) গাজা সীমান্তবর্তী মিসরের রাফাহ ভূখণ্ড পরিদর্শনের সময় এ আহ্বান জানালেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্বসংস্থাটির নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো দেয়ার পরদিনই মিসরের সীমান্ত সফরে গিয়েছেন গুতেরেস। রাফাহ ক্রসিংয়ের মিসর অংশে দাঁড়িয়ে তিনি বলেন, সময় এসেছে যুদ্ধ বন্ধ করার।

ফিলিস্তিনিদের উদ্দেশ করে মহাসচিব বলেন, ‘তোমরা একা নও। সারাবিশ্বের মানুষ গাজায় যে নির্মমতা চলছে তা প্রত্যক্ষ করে ক্ষোভে ফেটে যাচ্ছে। অবিলম্বে বন্দুককে না বলতে হবে।’

গাজাজুড়ে তীব্র মানবিক বিপর্যয় ঠেকাতে পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন ত্রাণসামগ্রী প্রবেশে সহায়তা করতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও গাজায় তেমন কিছুর দেখা এখনও মেলেনি। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে নতুন করে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও গুতেরেস শনিবার মিসর-গাজার মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিংয়ের মিসরীয় অংশে সফরে যান। আর সেখানেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানান জাতিসংঘের এই মহাসচিব। রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক থেকে কথা বলার সময় তিনি বলেন, ‘বন্দুকগুলোকে নীরব করার সময় এসেছে।’