ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

প্রশিক্ষণ বিমান বানালো বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৩৮৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রথম দেশে নির্মিত হলো বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার’ নামক এই বিমানটি বিমানবাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হবে। রোববার তেজগাঁও বিমান বন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ‘বিবিটি’র নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে। বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় বিমান নির্মাণের যাত্রা।

নিজেদের চেষ্টায় ও কারিগরি প্রযুক্তিতে নিজেদের প্রকৌশলী ও লোকবল দিয়ে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম প্রশিক্ষণ উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি-১। এই বিমান ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ২০২৩ সালের ১২ ই ফেব্রুয়ারি বিমানটির প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।

আগের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার -২ বিমানের নির্মাণ কাজ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়াটি ২০২১ সালে শুরু হয়। সুনিদৃষ্ট বিশেষ প্রশিক্ষণ এর প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ২৬শে অক্টোবর ২০২৩ সালে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় বিবিটি-২ এর।

উল্লেখ্য, লো উইং ডিজাইনের বিমানটি পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ভারসাম্য নিশ্চিত করে। বিমানটির সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে এভিয়েশন গ্রেড ষ্টীল ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০০০ ফুট উচ্চতায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

প্রশিক্ষণ বিমান বানালো বিমান বাহিনী

আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

এই প্রথম দেশে নির্মিত হলো বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার’ নামক এই বিমানটি বিমানবাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হবে। রোববার তেজগাঁও বিমান বন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ‘বিবিটি’র নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে। বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় বিমান নির্মাণের যাত্রা।

নিজেদের চেষ্টায় ও কারিগরি প্রযুক্তিতে নিজেদের প্রকৌশলী ও লোকবল দিয়ে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম প্রশিক্ষণ উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি-১। এই বিমান ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ২০২৩ সালের ১২ ই ফেব্রুয়ারি বিমানটির প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।

আগের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার -২ বিমানের নির্মাণ কাজ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়াটি ২০২১ সালে শুরু হয়। সুনিদৃষ্ট বিশেষ প্রশিক্ষণ এর প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ২৬শে অক্টোবর ২০২৩ সালে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় বিবিটি-২ এর।

উল্লেখ্য, লো উইং ডিজাইনের বিমানটি পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ভারসাম্য নিশ্চিত করে। বিমানটির সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে এভিয়েশন গ্রেড ষ্টীল ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০০০ ফুট উচ্চতায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম।