ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান হাফিজের
- আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
মোবাইল-ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৫ মার্চ) নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ আহ্বান করেন।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে মেজর (অব.) হাফিজ বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিলো না। অথচ তারা দাবি করে, এটি তাদের যুদ্ধ ছিলো।তিনি আরও বলেন, যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ। গণতন্ত্রের চেতনা আওয়ামী লীগের কখনো ছিলো না। এখনো নির্বাচনের নামে প্রহসন হয়। এ সরকার বৈধ নয়। আমাদের কর্তব্য বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া।
বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, যে কারণে মুক্তিযুদ্ধ করেছি তা ব্যর্থ করেছে আওয়ামী। তাই মোবাইল ল্যাপটপ-রেখে ছাত্রদের রাজপথে নেমে আসতে হবে। প্রস্তুত থাকুন বিজয় আমাদের।