ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মস্কোয় কনসার্টে হামলা, ৫৪০০ ডলারে অংশ নেয় একজন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনায় আটক ১১ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। এদিকে এক হামলাকারীর দাবি, ৫ হাজার ৪০০ মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে এ হামলা অংশ নিয়েছিলেন।

রেববার অভিযুক্তদের আদালতে তোলে রুশ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়। হামলাকারীদের ছবিও প্রকাশ করে রুশ প্রশাসন। এদের মধ্যে একজন তাজিকিস্তানের নাগরিক। বাকি তিনজনের জাতীয়তা সম্পর্কে এখনো জানা যায়নি। চারজন হলেন-দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ।

এদিকে, এক হামলাকারী দাবি করেছেন, কনসার্ট হলে হামলার জন্য তাকে প্রায় সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগেই ওই ব্যক্তিকে কার্ডে অর্থের অর্ধেক পরিশোধ করা হয়। হামলা শেষ হলে বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

এর আগে, গেল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে মুখোশ পরা বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ওই ঘটনায় হত্যার শিকার হয়েছেন ১৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

মস্কোয় কনসার্টে হামলা, ৫৪০০ ডলারে অংশ নেয় একজন

আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনায় আটক ১১ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। এদিকে এক হামলাকারীর দাবি, ৫ হাজার ৪০০ মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে এ হামলা অংশ নিয়েছিলেন।

রেববার অভিযুক্তদের আদালতে তোলে রুশ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়। হামলাকারীদের ছবিও প্রকাশ করে রুশ প্রশাসন। এদের মধ্যে একজন তাজিকিস্তানের নাগরিক। বাকি তিনজনের জাতীয়তা সম্পর্কে এখনো জানা যায়নি। চারজন হলেন-দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ।

এদিকে, এক হামলাকারী দাবি করেছেন, কনসার্ট হলে হামলার জন্য তাকে প্রায় সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগেই ওই ব্যক্তিকে কার্ডে অর্থের অর্ধেক পরিশোধ করা হয়। হামলা শেষ হলে বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

এর আগে, গেল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে মুখোশ পরা বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ওই ঘটনায় হত্যার শিকার হয়েছেন ১৪৩ জন।