রাতভর গাজার দুই হাসপাতালে ইসরায়েলের হামলা
- আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে হামলার মধ্যে নতুন করে আল-আমল ও নাসের হাসপাতালে হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। গুলির মুখে হাসপাতাল ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন রোগী আর চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতভর আল-আমল ও নাসের হাসপাতাল অবরুদ্ধ করে রাখে ইসরাইলি বাহিনী। বোমা হামলার পাশাপাশি সাধারণ মানুষের ওপর গুলি ছোড়ে তারা। অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
ইসরায়েলি সেনারা গাজার আল-শিফা হাসপাতাল থেকে বেশ কয়েকজন রোগী ও চিকিৎসাকর্মীকে ধরে নিয়ে যায়। নতুন করে দের আল বালাহ শহরে অন্তত নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।
এর মধ্যে সাড়ে পাঁচ মাসে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে ৩২ হাজার দুইশ’র বেশি ফিলিস্তিনি। আহত ছাড়িয়েছে সাড়ে ৭৪ হাজার।
এদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে, তারা উত্তর গাজায় ত্রাণের বহর ঢুকতে দেবে না। অঞ্চলটির প্রায় ৭০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখিন।