রাফাহতে ইসরায়েলি হামলা হবে ‘বড় ভুল’: কমলা হ্যারিস
- আপডেট সময় : ০২:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরাইল অভিযান চালালে তাতে সমর্থন না দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি বলেন, রাফাহতে ইসরায়েলি হামলা হবে ‘বড় ভুল’। এমনকি রাফাহ শহরে আশ্রয় নেওয়া লোকেদের যাওয়ার জন্য কোথাও জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
হ্যারিস এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা একাধিক কথোপকথনে এবং প্রতিটি উপায়ে পরিষ্কার হয়েছি যে, রাফাহতে যে কোনও বড় সামরিক অভিযান বড় ভুল কাজ হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে এটা বলতে দিন: আমি মানচিত্রগুলো অধ্যয়ন করেছি। (রাফাহতে আশ্রয় নেওয়া) সেই লোকেদের যাওয়ার জন্য কোথাও কোনও জায়গা নেই।’
গত অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার যুদ্ধ, বেশিরভাগ অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং ৩৩,০০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।
আমেরিকা ফিলিস্তিন ভূখণ্ডে ধ্বংসাত্মক আক্রমণের সময় ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিয়েছে। কিন্তু ইসরায়েল যেভাবে তার যুদ্ধ পরিচালনা করছে তাতে মার্কিন অসন্তোষ ক্রমবর্ধমানভাবে পরিলক্ষিত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহতে অভিযানের সম্ভাবনার বিষয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাহ আক্রমণের হুমকিতে অটল রয়েছেন।