ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিয়া কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছেন, কলকাতায় পালিয়ে যাননি।

আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারাবিশ্বের মানুষ জেনেছিল একটি স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে। আর জিয়া কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি। আমরা আওয়ামী লীগের মতো কারো টুঁটি চেপে ধরি না। বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যার যে বিতর্ক তোলার সে তুলবেই।

এ সময় বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, ৫৩ বছর অতিক্রম হলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে।

মঈন খান বলেন, স্বাধীনতার পেছনে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি ছিল সেটা কোথায় গেল? বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর বিশ্ববাসী বলছে সরকার বাকশাল-২ কায়েম করেছে।

বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি সদস্য বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে একদলীয় শাসন কায়েম করেছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। ক্ষমতা আকড়ে থাকতে লক্ষাধিক বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ করেন মঈন খান।

স্বাধীনতা দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

নিউজটি শেয়ার করুন

জিয়া কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি: মঈন খান

আপডেট সময় : ০১:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছেন, কলকাতায় পালিয়ে যাননি।

আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারাবিশ্বের মানুষ জেনেছিল একটি স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে। আর জিয়া কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি। আমরা আওয়ামী লীগের মতো কারো টুঁটি চেপে ধরি না। বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যার যে বিতর্ক তোলার সে তুলবেই।

এ সময় বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, ৫৩ বছর অতিক্রম হলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে।

মঈন খান বলেন, স্বাধীনতার পেছনে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি ছিল সেটা কোথায় গেল? বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর বিশ্ববাসী বলছে সরকার বাকশাল-২ কায়েম করেছে।

বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি সদস্য বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে একদলীয় শাসন কায়েম করেছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। ক্ষমতা আকড়ে থাকতে লক্ষাধিক বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ করেন মঈন খান।

স্বাধীনতা দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।