ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে যান ভুটানের রাজা। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও তার সঙ্গে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুটানে একটি বার্ন ইউনিট তৈরি করে দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা। আবারও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে আসবেন তিনি। দেশটির চিকিৎসকদের বার্নের বিষয়ে প্রশিক্ষণও দেবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আরও বার্ন ইনস্টিটিউট করা যায় কিনা, সেই বিষয়ে কথা হয়েছে।’

এর আগে ভুটান রাজা সকালে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

প্রসঙ্গত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা’

আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে যান ভুটানের রাজা। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও তার সঙ্গে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুটানে একটি বার্ন ইউনিট তৈরি করে দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা। আবারও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে আসবেন তিনি। দেশটির চিকিৎসকদের বার্নের বিষয়ে প্রশিক্ষণও দেবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আরও বার্ন ইনস্টিটিউট করা যায় কিনা, সেই বিষয়ে কথা হয়েছে।’

এর আগে ভুটান রাজা সকালে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

প্রসঙ্গত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।