দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রাজিলের ফরোয়ার্ড
- আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্ল্যামেঙ্গোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা। ডোপ পরীক্ষার সময় প্রতারণায় আশ্রয় নেয়ার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে ১৮ ম্যাচ খেলে পাঁচ গোল করেন তিনি।
গত বছরের ৮ এপ্রিল রিও ডি জেনিরোতে ফ্র্যামেঙ্গোর প্রধান কার্যালয়ে ডোপ পরীক্ষা করা হয়। ২৭ বছর বয়সী বারবোসা সেই ডোপ পরীক্ষার সময় অসহযোগিতা করেন। দুই বছরের জন্য পাওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।
জানা যায়, ডোপ পরীক্ষার সূচি মানেননি বারবোসা। একই সঙ্গে ডোপিং কর্মকর্তাদের যথাযথ সম্মান না দেখানো এবং নির্দেশ অমান্য করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে ব্রাজিলের সেই ক্রীড়া আদালত লিখেছেন, ‘আদালতে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় যে এখানে ডোপিং বিরোধী প্রতারণার ঘটনা ঘটেছে।’
ডোপ কর্মকর্তাদের অভিযোগ, ঘটনার দিন সকালে বারবোসার সতীর্থরা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু তিনি সকালে নমুনা দেননি, পরীক্ষার জন্য আসেন দুপুরের খাবারের পর। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন বারবোসা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি কখনোই পরীক্ষায় বাধা দিইনি বা প্রতারণাও করিনি। আমি নিশ্চিত যে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হব।’