মিয়ানমারের কাচিন রাজ্যের তিনটি সামরিক ব্যাটালিয়ন সদর দপ্তর দখল করেছে বিদ্রোহীরা। এই ঘাঁটিগুলো শনি ও রোববার দখল করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এছাড়া রাখাইন রাজ্যের একটি সামরিক ঘাঁঁটি দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে, মানসী শহরের মাই খং গ্রামে অবস্থিত ১২১-ব্যাটালিয়নের সদরদপ্তর ও ৪৭-ব্যাটালিয়ন দপ্তর থেকে শনিবার মধ্যরাতে পালিয়ে যায় সেনারা। ফলে কোন সংঘাঁত ছাড়াই তা দখল করে বিদ্রোহীরা। তবে, মোমাউক শহরের নাউং কাউন গ্রামের ৩৭০ ব্যাটালিয়নের দপ্তর দখলে নিতে ব্যাপক লড়াই করতে হয় তাদের। তীব্র লড়াইয়ের পর সামরিক ঘাঁটিটি দখলে নেয় তারা।
কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির এক মখুপাত্র জানিয়েছে, ‘তাদের অবস্থান নেওয়ার পর সামরিক সেনারা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা মোমাউক এবং মানসি শহরের জঙ্গলে পালিয়ে যাওয়া সামরিক সৈন্যদের ধাওয়া অব্যাহত রেখেছি এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে’।
৭ই মার্চ থেকে আক্রমণ শুরু হওয়ার পর থেকে, সাতটি ঘাঁঁটিসহ ৪০ টিরও বেশি সামরিক অবস্থান দখল করেছে বিদ্রোহীরা। এর বেশিরভাগই সুমপ্রাবম, ওয়াংমাও, মোমাউক এবং মানসি শহরের।
এদিকে, রাখাইন রাজ্যের উত্তর মংডু এলাকার ‘ইয়ান অং মাইন’ ঘাঁঁটি দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার উত্তর মংডু এলাকার এই ঘাঁটিটি দখল করে তারা। আরেকটি সামরিক ক্যাম্প কাইলিন চাউং লক্ষ্য করে চলছে বিদ্রোহীরা আক্রমণ করছে।
এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, তারা সেখানে বেশ কয়েকটি মৃতদেহ খুঁজে পেয়েছে। অভিযানে তারা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।