ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে আত্মঘাতী হামলায় চীনের ৫ প্রকৌশলীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার (২৬ মার্চ) এক আত্মঘাতী হামলায় চীনের ৫ প্রকৌশলীসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছে বেইজিং।

গত এক সপ্তাহে পাকিস্তানে চীনা প্রকল্পে তৃতীয় হামলা এটি। সাংলা জেলার বিসামে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে চীনা প্রকৌশলীদের গাড়িটি খাদে পড়ে আগুন ধরে যায়। চীনা প্রকৌশলীদের চারজন পুরুষ ও দু’জন নারী। দাসু জেলায় চীনা অর্থায়নে বাধ নির্মাণ প্রকল্পের দিকে যাচ্ছিলেন তারা। ২০২১ সালে জুলাইয়ে দাসু জেলায় জলবিদ্যুৎ প্রকল্পে যুক্ত ১৩ চীনা নাগরিককে একই কায়দায় হত্যা করা হয়।

গত সোমবার রাতে বেলুচিস্তানে নৌ বাহিনীর বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ছয়জন নিহত হয়। এর আগে হামলা হয়েছে ওই অঞ্চলের কৌশলগত এক ঘাঁটিতে।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে যুক্ত চীনাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামাবাদের চীনা রাষ্ট্রদূত। দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান-চীনের সুদৃঢ় বন্ধুত্ব নষ্ট করার অপচেষ্টা এগুলো। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে আত্মঘাতী হামলায় চীনের ৫ প্রকৌশলীসহ নিহত ৭

আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার (২৬ মার্চ) এক আত্মঘাতী হামলায় চীনের ৫ প্রকৌশলীসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছে বেইজিং।

গত এক সপ্তাহে পাকিস্তানে চীনা প্রকল্পে তৃতীয় হামলা এটি। সাংলা জেলার বিসামে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে চীনা প্রকৌশলীদের গাড়িটি খাদে পড়ে আগুন ধরে যায়। চীনা প্রকৌশলীদের চারজন পুরুষ ও দু’জন নারী। দাসু জেলায় চীনা অর্থায়নে বাধ নির্মাণ প্রকল্পের দিকে যাচ্ছিলেন তারা। ২০২১ সালে জুলাইয়ে দাসু জেলায় জলবিদ্যুৎ প্রকল্পে যুক্ত ১৩ চীনা নাগরিককে একই কায়দায় হত্যা করা হয়।

গত সোমবার রাতে বেলুচিস্তানে নৌ বাহিনীর বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ছয়জন নিহত হয়। এর আগে হামলা হয়েছে ওই অঞ্চলের কৌশলগত এক ঘাঁটিতে।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে যুক্ত চীনাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামাবাদের চীনা রাষ্ট্রদূত। দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান-চীনের সুদৃঢ় বন্ধুত্ব নষ্ট করার অপচেষ্টা এগুলো। সূত্র: রয়টার্স