বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাকর্মীর বউয়েরা খুব একটা ভারতীয় শাড়ি পরে না। জানান, বিএনপি অন্যের কাছে দ্বারস্থ হবে না, নিজেরাই সাবলম্বী হবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) হামলা-মামলা,-গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর থেকে ভারতের আগ্রাসন বিরোধী প্রতিবাদ হচ্ছে। মুজিব ইন্দিরা চুক্তির প্রাপ্য বাংলাদেশ পায়নি।
তিনি বলেন, সীমান্তে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। টিপাইমুখ বাধের বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য ইলিয়াস গুম। সালাউদ্দিনের মতো লোক ভারত চলে যাওয়া, ক্রসবর্ডার কেলেংকারি। দখলদার তাবেদার নতজানু সরকারকে টিকিয়ে রাখতে তরুণ নেতৃত্বকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি জানে কোথা থেকে এসব হচ্ছে৷ স্ত্রীর ভারতীয় একটি শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছিল, সেটিও শেষ হয়ে গেছে। সরকার প্রধান দেশ নিয়ে তামাশা করে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় দেশের জন্য যুদ্ধ করেছে শ্রমিক, ছাত্র, সেনাবাহিনী। কোনো দলের পক্ষ না হয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাইতে পারত। কিন্তু ভারত তা চায়নি।