ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এই কীর্তি গড়ে তারা। ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

আইপিএলে এত দিন দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু, যে ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

হায়দরাবাদের রেকর্ড রানের ম্যাচে অবশ্য সেঞ্চুরি কেউই করেননি। তবে ঝোড়া ইনিংস খেলেছেন হাইনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড ও অভিষেক শর্মারা।

ঝড়ের শুরু হেডের হাত ধরে। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হওয়া কেনা মাফাখার দ্বিতীয় ওভার থেকেই নেন ২টি করে চার, ছয়সহ মোট ২২ রান।

এরপর ঝোড়ো ব্যাটিংয়ের মাত্রা শুধু বেড়েছেই। হেড পঞ্চাশের মাইলফলক স্পর্শ করেন ১৮ বলে, যা এবারের আসরের দ্রুততম। তবে কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ান ওপেনারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন ভারতীয় তরুণ অভিষেক।

তিনে নামা বাঁহাতি এই ব্যাটসম্যান ফিফটিতে পৌঁছান ১৬ বলে। আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম।

হেড ও অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২৮ বলে ৫০ রানে পৌঁছানো হায়দরাবাদ ১০০-এর দেখা পেয়ে যায় সপ্তম ওভারের শেষ বলেই।

ফিফটির রেকর্ড গড়া দুই ব্যাটসম্যান অবশ্য এরপর বেশি দূর এগোতে পারেননি। জেরাল্ড কোয়েৎজির বলে হেড ফেরেন ২৪ বলে ৬২ রানে আর পীযূষ চাওলার শিকার হওয়া অভিষেক ২৩ বলে ৬৩ রানে।

বাকি কাজটা সারেন ক্লাসেন ও মার্করাম। দুই দক্ষিণ আফ্রিকান চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৫৪ বলে ১১৬ রান। এর মধ্যে ক্লাসেন করেন ৩৪ বলে ৮০ রান, মার্করাম ২৮ বলে ৪২।

নিউজটি শেয়ার করুন

আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এই কীর্তি গড়ে তারা। ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

আইপিএলে এত দিন দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু, যে ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

হায়দরাবাদের রেকর্ড রানের ম্যাচে অবশ্য সেঞ্চুরি কেউই করেননি। তবে ঝোড়া ইনিংস খেলেছেন হাইনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড ও অভিষেক শর্মারা।

ঝড়ের শুরু হেডের হাত ধরে। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হওয়া কেনা মাফাখার দ্বিতীয় ওভার থেকেই নেন ২টি করে চার, ছয়সহ মোট ২২ রান।

এরপর ঝোড়ো ব্যাটিংয়ের মাত্রা শুধু বেড়েছেই। হেড পঞ্চাশের মাইলফলক স্পর্শ করেন ১৮ বলে, যা এবারের আসরের দ্রুততম। তবে কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ান ওপেনারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন ভারতীয় তরুণ অভিষেক।

তিনে নামা বাঁহাতি এই ব্যাটসম্যান ফিফটিতে পৌঁছান ১৬ বলে। আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম।

হেড ও অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২৮ বলে ৫০ রানে পৌঁছানো হায়দরাবাদ ১০০-এর দেখা পেয়ে যায় সপ্তম ওভারের শেষ বলেই।

ফিফটির রেকর্ড গড়া দুই ব্যাটসম্যান অবশ্য এরপর বেশি দূর এগোতে পারেননি। জেরাল্ড কোয়েৎজির বলে হেড ফেরেন ২৪ বলে ৬২ রানে আর পীযূষ চাওলার শিকার হওয়া অভিষেক ২৩ বলে ৬৩ রানে।

বাকি কাজটা সারেন ক্লাসেন ও মার্করাম। দুই দক্ষিণ আফ্রিকান চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৫৪ বলে ১১৬ রান। এর মধ্যে ক্লাসেন করেন ৩৪ বলে ৮০ রান, মার্করাম ২৮ বলে ৪২।