বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
- আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসারাইলের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। প্রায় ছয় মাস ধরে ইসরাইলির চালানো হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩২ হাজার ফিলিস্তিনি। এর জেরে বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। জর্ডানের রাজধানী আম্মানে চারদিন ধরে ইসরাইলি দূতাবাসের বাইরে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মরক্কোতে সমাবেশ ও র্যালি বের করে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে হাজারো মানুষ।
ইসরাইলের সেনাবাহিনী গাজায় যে হামলা চালাচ্ছে তা গণহত্যা উল্লেখ করে বিভিন্ন দেশের প্রতি ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রাঞ্চেস্কা আলবানিজ। আলবানিজ বলেন, ‘আমার একান্ত দায়িত্ব হলো মানবতার পক্ষে কথা বলা।’ এছাড়া, দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করতেও বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, মানবাধিকার পরিষদের ওই অধিবেশনে যোগ দেয়নি ইসরাইল। তবে তার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তেল আবিব।
অন্যদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলের দেওয়া বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসকে দায়ী করেছে ইসরাইল। প্রস্তাব পাসের বিষয়টি গাজায় যুদ্ধবিরতি আলোচনাকেও ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করেছে তারা।