চীনের সঙ্গে বাণিজ্যের রুট দখল করলো মিয়ানমারের বিদ্রোহীরা
- আপডেট সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
এবার চীনের সঙ্গে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট দখলে নেয়ার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীরা। গত ২১ দিনে সামরিক সরকারের নয়টি ব্যাটেলিয়নের সদর দপ্তর ও ৫০টি ঘাঁটি দখলে নিয়েছে কাচিন পিপলস ডিফেন্স ফোর্সেস ও মিত্রগোষ্ঠীগুলো। এরপরই পরবর্তী লক্ষ্য হিসেবে মোমাইক শহরের মিয়ানমার চীনের মধ্যকার বাণিজ্য রুটটিতে হামলা জোরদার করেছে পিডিএফ।
গত ৭ই মার্চ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ, কাচিন পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ, আরাকান আর্মি-এএ এবং অন্যান্য গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে তাদের আক্রমণ শুরু করে। এক সপ্তাহের লড়াইয়ে তানাই, সুমপ্রাবুম, ওয়াংমাউ, মোমাউক, মানসি টাউনশিপ এবং ডটফোনিয়ান সাব-টাউনশিপে ঘাঁটি এবং ফাঁড়ি দখল করে। সর্বশেষ এই সপ্তাহে মোমাউক শহরের সীমান্ত-বাণিজ্য শহর লুয়েগেল এর চারপাশে ছয়টি ফাঁড়ির দখল নিয়েছে তারা।
এক বিবৃতিতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ জানিয়েছে, লুয়েগেল চীনের সাথে কাচিন সীমান্ত বাণিজ্যের পাঁচটি প্রধান ঘাঁটির একটি। এটি সম্পূর্ণ দখলে নিতে আর মাত্র দুটি সামরিক অবস্থান দখলে নিতে হবে তাদের।